জার্মানি বন্ধুসভা ও বার্লিনের ক্রিকেট ক্লাবের আনন্দময় বিকেল

প্রথম আলো বন্ধুসভা জার্মানি ও বার্লিনের বাংলাদেশি ক্রিকেট ক্লাবগুলোর সম্মিলিত আয়োজনে ৪ জুলাই রোববার বিকেল ৫টায় বার্লিনের টেম্পেলহফার মাঠে অনুষ্ঠিত হলো বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যা। করোনার দীর্ঘ সময় পর বার্লিনের বাঙালিদের এই মিলনমেলায় অংশগ্রহণ করেন শিশু-কিশোর, নবীন-প্রবীণ সবাই।

from প্রথম আলো https://www.prothomalo.com/activities/জার্মানি-বন্ধুসভা-ও-বার্লিনের-ক্রিকেট-ক্লাবের-আনন্দময়-বিকেল https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments