কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর চালিয়ে সংসদে এলেন রাহুল

কৃষক আন্দোলন ও পেগাসাস-কাণ্ডে সরকারের বিড়ম্বনা আরও বাড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার সংসদ ভবনে এলেন ট্রাক্টর চালিয়ে। সংসদ ভবনের প্রধান সড়কের সামনে ট্রাক্টরে আসীন রাহুল যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের ঔদাসীন্যের সমালোচনায় মুখর, সংসদের অভ্যন্তরে তখন বিরোধীরা জোট বেঁধেছেন পেগাসাস-কাণ্ডে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/india/কৃষি-আইনের-প্রতিবাদে-ট্রাক্টর-চালিয়ে-সংসদে-এলেন-রাহুল https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments