চীনে করোনার ডেলটা ধরন দ্রুত ছড়াচ্ছে, গণপরীক্ষা

চীনে করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে দ্রুত। গতকাল সোমবারও দেশটিতে করোনার নতুন রোগী শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে চীনের বেশ কিছু শহরে গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যাঞ্চলীয় এই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১ কোটি ১০ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা শেষ করেছে। সেখানে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/china/চীনে-করোনার-ডেলটা-ধরন-দ্রুত-ছড়াচ্ছে-গণপরীক্ষা https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments