শেয়ারবাজারে জোম্যাটোর ইতিহাস, যাত্রা শুরু আইআইটি পড়ুয়ার হাত ধরে

গত বৃহস্পতিবার ‘শেয়ার অ্যালটমেন্ট’ চূড়ান্ত করে সংস্থাটি। এরপর শুক্রবার স্টক এক্সচেঞ্জে শেয়ার ছাড়ে জোম্যাটো। আর বাজারে ইতিহাস তৈরি করে শেয়ারপ্রতি মূল্য বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশের বেশি। ক্রেতাদের বিপুল সমর্থনে সংস্থার বাজারমূল্য বেড়ে একধাক্কায় ১ লাখ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলে।

from প্রথম আলো https://www.prothomalo.com/education/higher-education/শেয়ারবাজারে-জোম্যাটোর-ইতিহাস-যাত্রা-শুরু-আইআইটি-পড়ুয়ার-হাত-ধরে https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments