ভাঙাচোরা পুরোনো পার্কে

স্নিগ্ধা চলে গেছে। তার আর ফেরা হবে না—এ কথা সে যাওয়ার আগে জানিয়ে গেছে। যাওয়ার আগে দরজাটা খোলা পড়ে ছিল। হুড়মুড় করে ঘরে ঢুকতেই দেখি একটা চিরকুট। খাবি খাওয়া মাছের মতো মরে পড়ে আছে। আমি সেটাকে পরম ভয় ও সংকোচ নিয়ে হাতে নিলাম। এরপর ভাঁজ খুলে পড়তে থাকি।

from প্রথম আলো https://www.prothomalo.com/writings/ভাঙাচোরা-পুরোনো-পার্কে https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments