হাঁটুতে ভর করে চলছে জীবনের নিরানন্দ গল্পটা

যে মানুষটি এতক্ষণ হৃদয়ের যন্ত্রণাগুলো উগরে দিচ্ছিলেন, তিনি আর কিছুই না; দুই হাঁটুতে ভর করে দাঁড়িয়ে থাকা বিংশ শতাব্দীর শিল্পবিপ্লবের এক জীবন্ত উদাহরণ। রক্ত–মাংসের জীবনের অস্তিত্ব হয়তো এখনো তিনি বয়ে বেড়ান তাঁর শরীরে জীবনের নিয়মেই, আদতে জীবনের সব সুন্দর, মূল্যবান সময়গুলো পোশাক কারখানার নিরলস শ্রম আর পাঁচতলার সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে আর নামতেই ফুরিয়ে এসেছেন আসমা বেগম।

from প্রথম আলো https://www.prothomalo.com/হাঁটুতে-ভর-করে-চলছে-জীবনের-নিরানন্দ-গল্পটা https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments