হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

একসময় সৌদি আরবের সমাজ ছিল বেশ রক্ষণশীল। সেই অবস্থান থেকে দেশটিকে ধীরে ধীরে বের করে আনার উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাঁর হাত ধরে দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চলছে। এর লক্ষ্য সামাজিক বৈচিত্র্য নিশ্চিত করা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/asia/হজে-প্রথমবারের-মতো-নিরাপত্তার-দায়িত্বে-সৌদি-নারী-সেনা https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments