অবেলায় বেলা ফুরোলো

এরপর জ্ঞান হারিয়ে ফেললাম। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। বাইরে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। অ্যাক্সিডেন্ট এলাকার মানুষ ওরা। এখনো পুলিশ বা ফায়ার সার্ভিস আসেনি। এর মানে আমি জ্ঞানহীন অবস্থায় কয়েক মিনিটের বেশি ছিলাম না। বাসের ভেতরটা পুরো মুচড়ে গেছে। বীভৎস অবস্থা। কে কোনটা বোঝা যাচ্ছে না। অনেকে এখনো বেঁচে আছে। গোঙানির শব্দ এখনো শোনা যাচ্ছে অনেকের। চারদিকে শুধু রক্ত আর রক্ত।

from প্রথম আলো https://www.prothomalo.com/writings/অবেলায়-বেলা-ফুরোলো https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments