‘অসাধারণ অভিজ্ঞতা’ নিয়ে মহাকাশ থেকে ফিরলেন বেজোস

মহাকাশ অভিযানে বেজোসের সঙ্গে রয়েছেন তাঁর ছোট ভাই মার্ক বেজোস, বিশ্বের প্রথম দিককার বিমানচালক ৮২ বছরের ম্যারি ওয়ালেচ (ওয়্যালি ফাঙ্ক নামে সমধিক পরিচিত) এবং একটি প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের সিইওর ১৮ বছরের ছেলে ওলিভার ড্যামেন। তাঁরা বড় জানালাওয়ালা ক্যাপসুলে চড়ে মহাকাশে ভ্রমণ করবেন। সেখান থেকে পৃথিবীর অপরূপ দৃশ্য উপভোগ করবেন।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/usa/অসাধারণ-অভিজ্ঞতা-নিয়ে-মহাকাশ-থেকে-ফিরলেন-বেজোস https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments