জলবসন্তের মতোই ছড়াচ্ছে ডেলটা

মার্কিন‍ রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অভ্যন্তরীণ এক নথিতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের ডেলটা ধরনের ক্ষেত্রে টিকা নেওয়া আক্রান্ত ব্যক্তিও টিকা না নেওয়া আক্রান্ত ব্যক্তির মতো অন্যদের সংক্রমিত করতে পারেন। তবে টিকা নেওয়া ব্যক্তিরা ডেলটা ধরনে সংক্রমিত হলেও জটিলতা তুলনামূলক কম।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/usa/জলবসন্তের-মতোই-ছড়াচ্ছে-ডেলটা https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments