ভাল্লাগে না আর

চারিদিকে আঁধার কালো আজব এক কারবার সূর্য মামা রাগ করেছে ভাল্লাগে না আর। অঝোর ধারায় বৃষ্টি ঝরে মেঘের করুণ কান্না ছিঁচকাঁদুনি অনেক হলো এবার একটু থাম না। পাখপাখালি বন্দী আছে আমার মতো করে খেলার মাঠে জল জমেছে তাই তো বন্দী ঘরে।

from প্রথম আলো https://www.prothomalo.com/writings/ভাল্লাগে-না-আর https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments