নাইজেরিয়ায় স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

কাদুনা রাজ্যের পুলিশের মুখপাত্র মুহাম্মদ জালিগে হামলার ঘটনা নিশ্চিত করলেও ঠিক কতজন অপহরণ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, অপহরণ হওয়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। চাওয়া হয়নি মুক্তিপণ।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/africa/নাইজেরিয়ায়-স্কুল-থেকে-১৪০-শিক্ষার্থীকে-অপহরণ https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments