ভেড়ার প্রতি অবহেলা, নিউজিল্যান্ডে খামারির দণ্ড

নিজের খামারের ভেড়ার যত্ন না নেওয়ায় নিউজিল্যান্ডের একটি আদালত খামারি বেভানকে ৯ মাস অন্তরীণ থাকার দণ্ড দিয়েছেন। তিনি নিজের বাড়িতেই অন্তরীণ থাকতে পারবেন। একই সঙ্গে তাঁকে ১৫০ ঘণ্টা সামাজিক সেবামূলক কাজে অংশ নিতে হবে। পরবর্তী চার বছরের জন্য পশুর খামার পরিচালনা কিংবা মালিকানার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বেভান।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/asia/ভেড়ার-প্রতি-অবহেলা-নিউজিল্যান্ডে-খামারির-দণ্ড https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments