গাছ ভালোবাসেন কার্তিক পরামানিক

১০ বছর বয়স থেকে বৃক্ষরোপণ করছেন কার্তিক পরামাণিক। মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে ঠুটাপাড়া পর্যন্ত সড়ক এবং তার আশেপাশের এলাকায় প্রায় সব গাছই তাঁর হাতে লাগানো। কার্তিক পরামাণিকের বয়স এখন ৮১ বছর। একাত্তর বছর আগের সেই ধু ধু বালুচর এখন ছেয়ে আছে সবুজে। এনসিটিবি প্রণীত অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে 'এ ম্যান হু লাভ ট্রিজ' শিরোনামে যে গল্প আছে, সে এই কার্তিক পরামাণিকেরই গল্প।

from প্রথম আলো https://www.prothomalo.com/video/bangladesh/গাছ-ভালোবাসেন-কার্তিক-পরামানিক https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments