পেরুতে ডান-বামের লড়াইয়ে জিতবে কে

১৫ জুন ভোট গণনা শেষ হয় বলে জানায় পেরুর ন্যাশনাল অফিস অব ইলেকটোরাল প্রসেসেস (ওএনপিই)। গণনাকৃত ভোটে পেদ্রো পেয়েছেন ৫০ দশমিক ১২৫ শতাংশ ভোট। কিকো পেয়েছেন ৪৯ দশমিক ৮৭৫ শতাংশ ভোট। কিকোর চেয়ে পেদ্রো মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ ভোট বেশি পেয়েছেন, যা প্রায় ৪৪ হাজার ভোটের সমান। ভোট গণনা শেষ হতেই পেদ্রো নিজেকে জয়ী দাবি করেন। অন্যদিকে, পরাজয় মানতে অস্বীকৃতি জানান কিকো।

from প্রথম আলো https://www.prothomalo.com/world/south-america/পেরুতে-ডান-বামের-লড়াইয়ে-জিতবে-কে https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments