শিশুদের জন্য হোক বিনিয়োগ

দেশের জনসংখ্যার বয়সকাঠামো (জনমিতিক) পরিবর্তনের ফলে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণের সংখ্যা বাড়ছে। অন্যদিকে প্রবীণ ব্যক্তিকে ভরণপোষণ করার জন্য কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং সংবেদনশীল বিনিয়োগ করা জরুরি। যেন আজকের শিশুরা বড় হয়ে প্রবীণদের সহায়তা করতে পারে।

from প্রথম আলো https://www.prothomalo.com/roundtable/শিশুদের-জন্য-হোক-বিনিয়োগ https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments