শেখ আবদুল মান্নান, বীর প্রতীক

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ আবদুল মান্নান ছিলেন ঢাকার ফার্মগেট এলাকায়। কারফিউ শিথিল হলেও তিনি বাড়ি ফেরেননি। ২৮ মার্চ সেখান থেকে গোপীবাগে যান। সেখানে থাকতেন তাঁর বন্ধু মুনসুরুল আলম দুলাল (বীর প্রতীক)। তাঁরা দুজন সিদ্ধান্ত নেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করবেন। দুলালকে সঙ্গে নিয়ে সেদিনই ঢাকা ছাড়েন। রওনা হন ভারতের আগরতলার উদ্দেশে।

from প্রথম আলো https://www.prothomalo.com/freedom-fighters-info/gallantry-awardees/শেখ-আবদুল-মান্নান-বীর-প্রতীক https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments