বৃষ্টিস্নাত ভোর এবং তুমি

যে চিঠিতে ছিল আমার স্বপ্নঘোর। যে চিঠিতে ছিল তোমার সাদা ভালোবাসা। যে চিঠিতে ছিল তোমার স্বপ্নে জিয়ানো ৩০ বছরের নন্দিনী। যে চিঠিতে ছিল তোমার অসময়ে অবুঝ আবেগ। আর সেই চিঠি নিয়ে আমি করেছি উপহাস আজ সেই আমি তোমার নন্দিনী। আজ এই নরম ভোরে মনে পড়ছে তোমার ভেজা অধরের উষ্ণ চুম্বন।

from প্রথম আলো https://www.prothomalo.com/writings/বৃষ্টিস্নাত-ভোর-এবং-তুমি https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments