সাহেব মিয়া, বীর প্রতীক

মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের একদল মুক্তিযোদ্ধা নভেম্বরের শেষ দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় এসে অবস্থান নেন। দলটির নেতৃত্বে ছিলেন সাহেব মিয়া। মূল দলটির তাঁরা অগ্রবর্তী অংশ। আড়াইহাজার থানা সে সময় মুক্ত। কিন্তু ঢাকা-নরসিংদী সড়কে তখনো পাকিস্তানি সেনাদের চলাচল অব্যাহত।

from প্রথম আলো https://www.prothomalo.com/freedom-fighters-info/gallantry-awardees/সাহেব-মিয়া-বীর-প্রতীক https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments