প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। ১৯ মে বুধবার সকাল ১০টায় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বন্ধুসভার ব্যানারে আয়োজিত সমাবেশে নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
from প্রথম আলো https://www.prothomalo.com/activities/রোজিনা-ইসলামের-বিরুদ্ধে-মামলা-প্রত্যাহারের-দাবিতে-সরিষাবাড়ীতে-সমাবেশ https://ift.tt/eA8V8J
0 Comments
Online Latest Bangla News, Article - Sports, Crime, Entertainment, Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World.
Emoji