বছরব্যাপী স্কুল বন্ধ, ১৪ দেশের তালিকায় বাংলাদেশও

বছরব্যাপী স্কুল বন্ধ, ১৪ দেশের তালিকায় বাংলাদেশও

করোনাভাইরাসের কারণে বিশ্বে ১৬ কোটি ৮০ লাখের বেশি শিশুর স্কুল প্রায় এক বছর ধরে পুরোপুরি বন্ধ। এ ছাড়া বিশ্বব্যাপী তিন-চতুর্থাংশের বেশি, প্রায় ২১ কোটি ৪০ লাখ বা প্রতি ৭ জনের মধ্যে ১ জন ব্যক্তিগত শিক্ষা গ্রহণের সুযোগ হারিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) স্কুল বন্ধসংক্রান্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ৩ মার্চ ইউনিসেফ নতুন এ তথ্য প্রকাশ করে। স্কুলগুলো আবার খোলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার প্রতি বিভিন্ন দেশের সরকারের দৃষ্টি আকর্ষণে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘প্যান্ডেমিক ক্লাসরুম’ উদ্বোধন করেছে ইউনিসেফ।


Post a Comment

0 Comments