ওমা, ডাক্তার কই? এ তো মেয়ে গো

জি বাংলায় একটি সিরিয়ালের বিজ্ঞাপন আমাকে অনেক বেশি প্রভাবিত করে। যদিও সিরিয়ালের মাধ্যমে অতীতের কোনো বিশেষ মুহূর্তকে আমাদের সামনে তুলে ধরতে চাওয়া হয়েছে। বিজ্ঞাপনটি এমন: বাড়ির আদরের সন্তান অসুস্থ। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য ডাক্তার গাড়িতে চড়ে আসছেন। ডাক্তারের গাড়িটি বাড়িতে প্রবেশ করা মাত্রই কয়েকজন বলে উঠল, ‘ডাক্তার এসে গেছে গো।’ কিন্তু গাড়ির ভেতর একজন নারী চোখে পড়তে সবাই একযোগে বলে উঠল, ‘ওমা, ডাক্তার কই? এ তো মেয়ে গো!’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য ভাবিয়ে তোলে।

from প্রথম আলো https://www.prothomalo.com/ওমা-ডাক্তার-কই-এ-তো-মেয়ে-গো https://ift.tt/eA8V8J

Post a Comment

0 Comments