ডেমরা থেকে নৌকায় উঠেছেন, যাবেন নরসিংদী। নদীতে তখন ভয়াবহ দৃশ্য। শিশু, নারী-পুরুষের অসংখ্য মৃতদেহ ভাসছে, ফুলে-ফেঁপে উঠেছে। সেই দৃশ্য যেন চোখে না পড়ে, তাই হাত দিয়ে স্ত্রীর চোখ ঢেকে দিলেন এ বি এম আবদুর রহিম। আরও অগুনতি মানুষের সঙ্গে তাঁরাও সপরিবার ঢাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন। সেদিন ছিল একাত্তরের ২৬ মার্চ।
from প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/শহীদ-আবদুর-রহিমকে-ধরিয়ে-দেওয়া-হয়েছিল https://ift.tt/eA8V8J
0 Comments
Online Latest Bangla News, Article - Sports, Crime, Entertainment, Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World.
Emoji